Alexa র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক ১১

র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:১১ ১৫ মে ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর বংশাল, শ্যামপুর ও নারায়ণগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা মাদক সেবন, বহন ও বিক্রির সঙ্গে জড়িত।

মঙ্গলবার পৃথক এসব অভিযান চালানো হয়। বুধবার বিকেলে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক।

তিনি জানান, বংশাল ও নারায়ণগঞ্জের সোনারগঁওয়ে দু’টি অভিযানে নতৃত্ব দেন তিনি। এ সময় বংশাল থেকে মো. সুমন সরকার (২৮), মো. হারুন (৪৫), মো. হিমেল (২৫), ফয়সাল(২৮) ও মোছা. তানহা (২৪) নামে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫০ ইয়াবা, মাদক ব্যবসায় ব্যবহৃত ২ হাজার ১শ’ টাকা ও ৮টি মুঠোফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া সোনারগাঁও থেকে মো. হৃদয় (২১),  মো. ফারুক (২৮) ও মো. সাইফুল ইসলাম জনিকে (২৫) আটক করা হয়। তাদের কাছ থেকে ১০৫ ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৪টি মুঠোফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, রাত পৌনে ১টার দিকে ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানী (সিপিএসসি)-৩ এর কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বি’র নেতৃত্বে শ্যামপুরে অভিযান চালানো হয়। তাকে সহায়তা করেন স্কোয়াড কমান্ডার মো. আসাদুজ্জামান। এ সময় মো. পলাশ (২৪), মো. রিপন (২৪) ও মো. রাব্বি (২৫) নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ ইয়াবা ও ৪টি মুঠোফোন উদ্ধার করা হয়।

এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
 
ডেইলি বাংলাদেশ/এসবি/আরএইচ

Best Electronics
Best Electronics
শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩