Alexa রোমান্স করতে অটোমান সাম্রাজ্যে 

রোমান্স করতে অটোমান সাম্রাজ্যে 

বিনোদন প্রতিবেদক- ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৪৯ ১৪ মে ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অটোমান সাম্রাজ্যের দেশ তুরস্কের বিখ্যাত শহর ইস্তাম্বুলের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে  ঢাকা ছাড়বেন শাকিব খান ও শবনম বুবলী। সঙ্গে ‘পাসওয়ার্ড’ ছবির পুরো টিম। সেখানে তারা ১০ দিন অবস্থান করবেন বলে জানা গেছে। 

এ বিষয়ে আরো জানা গেছে, ‘পাসওয়ার্ড’ ছবিটির সংলাপ অংশের শুটিং ও ডাবিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন গানের শুটিংয়ের জন্য মঙ্গলবার রাত তিনটার দিকে ইস্তাম্বুলের উদ্দেশ্য রওনা দিবে ‘পাসওয়ার্ড’ টিম। সেখানে  তিনটি রোমান্টিক গানের শুটিং করা হবে। 

‘পাসওয়ার্ড’ ছবির পরিচালক মালেক আফসারী বলেন, ‘পাসওয়ার্ড’ ছবিটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীরা গর্ব করবে। ছবির কোনো কিছুতে এক সুতো ছাড় দেয়া হয়নি। আমি ছবির দুজন প্রযোজককে ধন্যবাদ দিতে চাই। কারণ, আমি যেভাবে যা চেয়েছি, তারা আমাকে তাই দিয়েছেন। সবাই দোয়া করবেন, আমরা যেন শুটিং শেষ করে ভালোভাবে দেশে ফিরতে পারি।

এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারো চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। 

ডেইলি বাংলাদেশ/এনএ