Alexa রোনালদো থাকলে আরো ৫টি বিশ্বকাপ জিততো ব্রাজিল!

রোনালদো থাকলে আরো ৫টি বিশ্বকাপ জিততো ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৫৭ ১৮ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। নানান সময়ে তার মুখ থেকে শোনা যায় প্রচ্ছন্ন অহংকারের আভাসও। পর্তুগীজ এই সুপারস্টার রিয়াল মাদ্রিদ থেকে এখন সিরি আ'র দল জুভেন্টাসে। সেখানে তার সতীর্থ হিসেবে আছেন ব্রাজিলের দানিলো। সেখানে রোনালদো বলেছেন, তিনি যদি ব্রাজিলের হয়ে খেলতেন তাহলে ব্রাজিলো আরো ৫টা বিশ্বকাপ জিততো। এমনটাই জানিয়েছেন দানিলো।

কিন্তু সেটা রোনালদো নিছক মজা নাকি আত্মদম্ভ থেকে বলেছেন সেটাও পরিস্কার করেছেন এই ব্রাজিলিয়ান রাইট ব্যাক। তিনি বলেন, ‘‌রিয়াল মাদ্রিদে থাকার সময় থেকেই রোনালদোকে আমি চিনি। জুভেন্টাসে আবার দেখা হওয়ায় খুব খুশি হয়েছি। ও আসলে মজা করতে ভালবাসে। তাই আমাকে শুনিয়ে বলে, সে থাকলে নাকি আমার দেশ আরো ৫টা বিশ্বকাপ জিততে পারত।’

রোনালদোর এমন সব কথাবার্তায় দানিলো মজা পান কি না এমন প্রশ্নের জবাবে কোন উত্তর দেননি তিনি। তবে স্মিত হাসিতেই লুকিয়ে ছিলো জবাব।

ডেইলি বাংলাদেশ/এম