রোনালদোর গোলে ইউরোর মূল পর্বে পর্তুগাল
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০০:১৩ ১৮ নভেম্বর ২০১৯

ছবি- সংগৃহীত
ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের শেষ রাউন্ডে লুক্সেমবার্গকে হারিয়ে মূল পর্বে উঠেছে পর্তুগাল। প্রতিপক্ষের মাঠে রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জেতে পর্তুগাল। একটি করে গোল করেন ব্রুনো ফের্নান্দেস ও ক্রিস্তিয়ানো রোনালদো।
ম্যাচের ৩৯তম মিনিটে এগিয়ে নেন ফের্নান্দেস। নিজেদের অর্ধ থেকে বের্নার্দো সিলভার উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন স্পোর্তিংয়ের এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে খুব বেশি পরিকল্পিত ফুটবল খেলতে পারেনি বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা। দারুণ ছন্দে থাকা রোনালদোকে তেমন কোনো সুযোগই তৈরি করে দিতে পারছিলেন না সতীর্থরা।
৭৮তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেয়েছিল পর্তুগাল। রোনালদোর বাঁকানো শট অবশ্য লক্ষ্যে থাকেনি।
অবশেষে ৮৬তম মিনিটে জালের দেখা পান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। দিয়োগো জোতার নেয়া শট পড়ে যাওয়া গোলরক্ষকের কাঁধে লাগার পর আলগা বল গোলমুখে পেয়ে ডান পায়ের টোকায় জাল খুঁজে নেন রোনালদো।
লিথুয়ানিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এই নিয়ে দেশের হয়ে শেষ আট ম্যাচে ১৪ গোল করলেন জুভেন্টাস ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৯৯টি।
ডেইলি বাংলাদেশ/আরএ