Alexa রোগী-কর্মী নিরাপদ রাখতে যুক্তরাজ্যে জীবাণুমুক্ত হিজাব চালু

রোগী-কর্মী নিরাপদ রাখতে যুক্তরাজ্যে জীবাণুমুক্ত হিজাব চালু

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:০৬ ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০০:০৮ ২০ জানুয়ারি ২০২০

ফারাহ রোসলান ও তার সহকর্মী। ছবি: বিবিসি

ফারাহ রোসলান ও তার সহকর্মী। ছবি: বিবিসি

অপারেশন থিয়েটারে রোগী ও কর্মীদের নিরাপদে রাখতে জীবাণুমুক্ত হিজাব চালু করেছে যুক্তরাজ্যের রয়েল ডার্বি হাসপাতাল ট্রাস্ট।-খবর বিবিসির।

সংবাদমাধ্যমটি জানায়, হাসপাতালে জীবাণুমুক্ত হিজাব চালুর ঘটনা যুক্তরাজ্যে প্রথম। আর এমন বিষয়ের ধারণা দেন হাসপাতালে জুনিয়র মুসলিম চিকিৎসক ফারাহ রোসলান। তিনি মনে করেন, সারাদিন হিজাব পরায় তা সংক্রমণ হতে পারে। তাই জীবাণুমুক্ত হিজাবের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি।

ফারাহ রোসলান জানান, সারাদিন মাথায় হিজাব পরলে পরিষ্কার ও স্বাস্থ্যকর না থাকার সম্ভাবনা থাকে। এছাড়া অধিকাংশ সময় সংক্রমণের ভয়ে অপারেশন থিয়েটারে হিজাব খুলা যায় না। তাছাড়া ধর্মীয় বিশ্বাস ও অপারেশন থিয়েটারে অবস্থানের আবেগ দুটোর মধ্যে মধ্যস্থতা করতে হবে।

তিনি আরো জানান, জীবাণুমুক্ত হিজাব বানাতে খরচ বেশি হয় না। তিনি জন্মস্থান ইন্দোনেশিয়ায় জীবাণুমুক্ত হিজাব চালুর আশা করেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে, তাদের প্রতিষ্ঠান জীবাণুমুক্ত হিজাব ব্যবহার শুরু করলেও ধীরে ধীরে অন্যান্য হাসপাতালও এটি ব্যবহার করবে।
 

ডেইলি বাংলাদেশ/এমকেএ