Alexa বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:০২ ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ২০:০৭ ২ সেপ্টেম্বর ২০১৯

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই ও আগস্টে প্রবাসীরা ৩০৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি টাকায় ২৭ হাজার ১০৮ কোটি ৪০ লাখ টাকা। এরমধ্যে আগস্টে আসে ১৪৮ কোটি ২৮ লাখ ডলার। জুলাই মাসে এর পরিমাণ ছিল ১৫৯ কোটি ৭৭ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র মতে, ২০১৮ সালের জুলাই মাসে দেশে রেমিট্যান্স আসে ১৩১ কোটি ৭০ লাখ ডলার। একই বছরের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৪১ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গেল অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৭২ কোটি ৮০ লাখ ডলার। এটি চলতি অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৫ কোটি ২৫ লাখ ডলার কম।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, মোবাইলে হুন্ডি বন্ধ ও ব্যাংকিং চ্যানেল রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে নানা উদ্যোগ নেয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের প্রথম থেকেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। গত জানুয়ারি মাসে রেকর্ড পরিমাণ (১৫৯ কোটি মার্কিন ডলার) রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা। 

ফেব্রুয়ারিতে ১শ ৩১ কোটি ৭৭ লাখ ডলার, মার্চে ১শ ৪৫ কোটি ৮০ লাখ ডলার, এপ্রিলে ১শ ৪৩ কোটি ৪০ লাখ ডলার, মে মাসে ১শ ৭৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার এবং জুনে ১শ ৩৮ কোটি ডলার, জুলাইয়ে ১শ ৫৯ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা। সর্বশেষ গত আগস্ট মাসে রেমিট্যান্স আসে ১শ ৪৮ কোটি ২৮ লাখ ডলার।

ডেইলি বাংলাদেশ/এসএস/আরএইচ