Alexa রেকর্ড গড়ল চট্টগ্রাম শিক্ষা বোর্ড!

রেকর্ড গড়ল চট্টগ্রাম শিক্ষা বোর্ড!

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:০৯ ২৭ জুলাই ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

সম্প্রতি প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে সন্তুষ্ট না হয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। তারা মোট ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। এর আগে বোর্ডটিতে এত বেশি আবেদন করা হয়নি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান জানান, ১৮ থেকে ২৪ জুলাই রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে রেকর্ডসংখক এসব আবেদন জমা পড়েছে। ১০ আগস্ট পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

জানা গেছে , এবার সব থেকে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে। এ বিষয়ের প্রথম পত্রে ৭ হাজার ১৬৬টি ও দ্বিতীয় পত্রে ৫ হাজার ৮৪৯টি আবেদন জমা পড়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ৪ হাজার ৩১৪টি, বাংলা প্রথম পত্রে ৩ হাজার ৪৮৭ ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ১০০টি, পদার্থবিদ্যা প্রথম পত্রে ৩ হাজার ৩১০ ও দ্বিতীয় পত্রে ২ হাজার ৮৪০টি, রসায়ন প্রথম পত্রে ২ হাজার ৯১৪ ও দ্বিতীয় পত্রে ২ হাজার ৫৩২টি, জীববিজ্ঞান প্রথম পত্রে ২ হাজার ৬১৫টি ও দ্বিতীয় পত্রে ২ হাজার ২০৭টি এবং গণিত প্রথম পত্রে ১ হাজার ৮০১টি ও দ্বিতীয় পত্রে ১ হাজার ৫৩০টি আবেদনপত্র জমা পড়েছে। আর হিসাববিজ্ঞান প্রথম পত্রে ১ হাজার ২০৭ ও দ্বিতীয় পত্রে ৮৭২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ