Alexa ‘রূপপুরের জন্য বালিশ তৈরিতে ব্যস্ত আছি, পরে আসেন’ (ভিডিও)

‘রূপপুরের জন্য বালিশ তৈরিতে ব্যস্ত আছি, পরে আসেন’ (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:১১ ২১ মে ২০১৯   আপডেট: ১২:১৯ ২১ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নথিপত্রে অস্বাভাবিক অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, সরকারের গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য নির্মিত ভবনে ওয়াশিং মেশিনসহ অন্তত ৫০টি পণ্য ওঠাতে খরচ দেখানো হয়েছে ক্রয়মূল্যের প্রায় অর্ধেক, কোনো কোনোটিতে ৭৫ শতাংশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হাস্য-রস্য’ হচ্ছে কয়েকদিন ধরেই।

মিডিয়ায় বর্তমানে যে ট্রেন্ড চলছে সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসান অনেকেই। সে ধারাবাকিতায় অনেকেই ফ্ল্যাটে বালিশ তোলার ছবি ফেসবুকে আপলোড করছেন, আবার কেউ কেউ কেটলি কেনার ছবিও দিয়েছেন! সম্প্রতি আরেকটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এক তরুণকে বালিশ, তোশক ও চাদর সেলাইয়ের অভিনয় করতে দেখা যায়।

কাজী জাবেদ নামক ওই ব্যক্তি ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য বালিশ, তোশক, চাদর তৈরি হচ্ছে! এখন ব্যস্ত আছি, আপনি পরে আসেন। লাভরে লাভ!’

দেখুন ভিডিও>>> 

ডেইলি বাংলাদেশ/এনকে