Alexa রূপগঞ্জে বাসচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রূপগঞ্জে বাসচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৫৪ ২০ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় মফিজুল ইসলাম নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুপুরে রিকশা চালিয়ে তারাব বিশ্বরোডে আসছিলেন মফিজুল। যাত্রামুড়া এলাকায় পৌঁছালে সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এমআর