Alexa রিমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

রিমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:১১ ২৭ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সরকার পাড়ার চাঞ্চল্যকর মাহফুজুর রহমান রিমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার সকালে সরকার পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ মো. শরিফ ভান্ডারী, নিহত রিমনের মা বাছিয়া বেগম এবং নিহতের মামা মো.সোহাগ।

বক্তারা বলেন, গত ২ জানুয়ারি শহরের উত্তর মৌড়াইল এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করে রিমন। এ ঘটনায় তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরে আহত অবস্থায় রিমনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় পাঠানো হয়। সাতদিন আইসিইউতে থাকার পর গত ৮ জানুয়ারি মারা যায় সে। 

বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 

ডেইলি বাংলাদেশ/জেএইচ