রায়পুরে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধের মৃত্যু
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:৪৯ ১৬ মে ২০২০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রায়পুর
লক্ষ্মীপুরের রায়পুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৬৫ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি মারা যান।
মৃত ওই বৃদ্ধ উপজেলার বামনী ইউপির কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি সাবেক রেলওয়ে কর্মকর্তা ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, কয়েকদিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। এরপর থেকেই জ্বর-শ্বাসকষ্টের পাশাপাশি গলাব্যথা ও কাশি দেখা দেয়। খবর পেয়ে তিনদিন আগে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। কিন্তু শুক্রবার রিপোর্ট আসেনি। শনিবার সকালে বাড়িতেই তিনি মারা যান।
ডেইলি বাংলাদেশ/এমআর