Alexa নারায়ণগঞ্জে যুবককে গলা কেটে হত্যা 

নারায়ণগঞ্জে যুবককে গলা কেটে হত্যা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৭:৩২ ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৭:৩২ ১৮ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুর রহিম নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার রাতে উপজেলার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রহিম মাসদাইর গুদারাঘাট এলাকার ইলিয়াস মিয়ার ভাড়াটিয়া ইমান আলীর ছেলে।

ইমান আলী জানান, স্থানীয় লোকজন একটি ফোনের দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় আব্দুর রহিমকে পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে দ্রুত গিয়ে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, হত্যাকারীদের ধরতে কয়েকটি টিম কাজ করছে। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।

ডেইলি বাংলাদেশ/এমকে