Alexa রাস্তা পার হতে গিয়ে লাশ হলেন পথচারী

রাস্তা পার হতে গিয়ে লাশ হলেন পথচারী

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:১৮ ২১ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে অটোচাপায় এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে স্থানীয় রব্বানিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবু তাহের।

চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, দুপুরে রব্বানিয়া মাদরাসার সামনে রাস্তা পার হচ্ছিলেন আবু তাহের। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি সাহেদ আরো জানান, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এমআর