রানওয়েতে ঘণ্টায় ২২২ কি.মি. বেগে ছুটা বিমানের সামনে গাড়ি
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:৫৭ ১৫ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ১৯:৫৯ ১৫ ফেব্রুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
ভারতের পুনে বিমানবন্দরের রানওয়েতে ঘণ্টায় ২২২ কিলোমিটারে বেগে ছুটা বিমানের সামনে গাড়ি নিয়ে হাজির হন এক ব্যক্তি। তাৎক্ষণিক ওই গাড়ি দেখে রানওয়ের নির্ধারিত পথ পাড়ি না দিয়েই বিমানটি নিয়ে আকাশে উড়াল দেন পাইলট। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় বিমানে থাকা যাত্রীরা। তবে কঠিন ঝাঁকুনি খেয়ে হতভম্ব হয়ে পড়েন তারা।-খবর এনডিটিভির।
বিমান সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সব সংকেত মেনে ২২২ কিলোমিটার গতিবেগে উড়াল দিতে রওনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। তবে হঠাৎ রানওয়েতে এক ব্যক্তি গাড়ি নিয়ে এসে পড়েন। এতে গতি না কমিয়ে নির্ধারিত সীমানার আগেই বিমানটি নিয়ে আকাশের উড়াল দেন পাইলট। তবে বিমানের ফিউজলেজের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে ওই বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানটির সামনে গাড়ি আসার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সিভিল এভিয়েশন ডিরেক্টর জেনারেল বা ডিজিসিএ। পুনের বিমানবন্দরসহ সব বিমানবন্দর নিয়ন্ত্রণ করে ভারতীয় বিমানবাহিনী। তাই ডিজিসিএকে এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণের রেকর্ডিংটি জমা দিতে বলেছে বাহিনীটি।
ডেইলি বাংলাদেশ/এমকেএ