Alexa রাতে বিয়ে, বিকেলে আইসিইউতে অভিনেতা দীপঙ্কর দে

রাতে বিয়ে, বিকেলে আইসিইউতে অভিনেতা দীপঙ্কর দে

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:১৮ ১৭ জানুয়ারি ২০২০  

৭৫ বছর বয়সী কলকাতার জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে বৃহস্পতিবার বিয়ে করেছেন দীর্ঘ দিনের প্রেমিকা অভিনেত্রী দোলন রায়কে। এই খবর যখন কলকাতার মিডিয়া পাড়ায় চাউড় হয়েছে, ততক্ষণে হাসপাতালে অভিনেতা দীপঙ্কর দে।

বিয়ের পরদিনই শুক্রবার বিকেলে শ্বাসকষ্টজনিত সমস্যায় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই অভিনেতাকে। ভারতীয় একাধিক গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী দোলন রায়।

দোলন জানিয়েছেন, দীপঙ্কর সিওপিডিতে আক্রান্ত। হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে তাকে।

এর আগে দীর্ঘ ২২ বছর ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন দোলন-দীপঙ্কর। বৃহস্পতিবার রাতে কলকাতার এক রেস্তোরাঁয় আইনি স্বীকৃতি পেল তাদের সম্পর্ক।। যেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন এবং লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আরো দেখা গেছে দোলনের ভাই দুর্গাশীষকে।

বিয়েতে সাদা পাঞ্জাবী পরেছিলেন দীপঙ্কর। ৪৯ বছর বয়সী দোলনের পরনে ছিল লাল বেনারসী। খোপায় লাল ফুল, সোনার গয়না সজ্জিত। সিঁথিতে চওড়া সিঁদুর।

ডেইলি বাংলাদেশ/আরএ