Alexa রাতে ঘুমিয়ে সকালে লাশ হলেন ভ্যানচালক

রাতে ঘুমিয়ে সকালে লাশ হলেন ভ্যানচালক

বাগেরহাট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৫৩ ২৮ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বাগেরহাটের খাল থেকে এক ভ্যান চালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউপির হাড়িদহ গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাফিজুর শেখ হাড়িদহ গ্রামের প্রয়াত সোনা মিঞা শেখের ছেলে। তিনি ঢাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, ভ্যানচালক হাফিজুর পরিবার নিয়ে ঢাকাতে থাকতেন। গত বুধবার তিনি একা তার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে খাবার খেয়ে তিনি তার বসতঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার তার ভাইয়ের পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে তারা তার লাশ বাড়ির পাশের একটি খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে।

ডেইলি বাংলাদেশ/আরএম