Alexa রাজস্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪

রাজস্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক   ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫১ ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ১৫:৫৯ ১৮ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং আরো ১৮ জন আহত হয়েছেন। 

সোমবার সকালের দিকে রাজস্থানের বিকানের জেলায় দুনগড়গড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাসটি বিকানের থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। 

পুলিশ আরো জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরো চারজন মারা যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এক টুইট বার্তায় তিনি লেখেন, এ ভয়াবহ দুর্ঘটনায় আমি ব্যথিত। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও দ্রুত সুস্থতা কামনা করছি।

ডেইলি বাংলাদেশ/জেডআর