রাজধানীতে ৩২ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:৫৯ ৮ নভেম্বর ২০১৯ আপডেট: ২০:০১ ৮ নভেম্বর ২০১৯

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- আঙ্গুর মিয়া (৩৯) ও জয়নাল মিয়া (২৪)।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, গোপন সংবাদে ওই এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এসবি/আরএইচ