Alexa রাঙামাটির সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রাঙামাটির সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৩২ ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ১৩:২৮ ২৩ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

রাঙামাটির রাজস্থলীর ঘিলাছড়ির সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৮টায় ঘিলাছড়ির জিরো মাইল এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দীপুময় তালুকদার ঘিলাছড়ি মৌজার প্রধান ছিলেন।

জানা গেছে, দীপুময় তালুকদারকে মঙ্গলবার দুপুরে একদল সন্ত্রাসী বাড়ি ফেরার পথে সড়ক থেকে অপহরণ করে। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল এবং কেন-ই বা হত্যা করা হলো এসব বিষয়ে কিছুই জানাতে পারেননি তারা।

রাজস্থলী থানার ওসি মফজল আহম্মেদ জানান, বুধবার সকালে ঘিলাছড়ি ইউপির জিরো মাইল নামক এলাকায় দীপুময় তালুকদারের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস