Alexa রাঙামাটিতে উল্টে গেল পিকনিকের বাস, হেলপার নিহত

রাঙামাটিতে উল্টে গেল পিকনিকের বাস, হেলপার নিহত

রাঙামাটি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:২৫ ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ১৪:৩২ ১৪ ফেব্রুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস উল্টে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন।

শুক্রবার সকালে সদর উপজেলার সাপছড়ির শালবাগান বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। তারা হলেন- মো. শামীম, মো. সোহাগ, সজল, রাহিমা, সুজন, মো. আমিরুল, মো. কাউসার, মো. রাজু আহম্মদ, মো. মিজান, মো. আজরুল ইসলাম, মো. শাকিল ও মো. আনোয়ার হোসেন। তারা পেনডেক্স ফার্নিচার নামে একটি চায়না প্রতিষ্ঠানে কর্মরত।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. নূর জানান, সকালে কর্ণফুলী থেকে রাঙামাটিতে বনভোজনের উদ্দেশে বাসটি যাত্রা করে। পথে সাপছড়ির শালবন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। আহতদের তাৎক্ষণিক রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর বলেন, ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশিদ জানান, মরদেহ বাড়িতে নেয়ার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমআর/জেএইচ