Alexa বাবার মাথা ফাটানো সেই ছেলে আটক

বাবার মাথা ফাটানো সেই ছেলে আটক

ঝালকাঠি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:০১ ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৮:১২ ১৩ নভেম্বর ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে ছেলের রডের বাড়িতে প্রাণ গেছে এক বাবার। ঘাতক সেই ছেলেকে আটক করেছে পুলিশ।

আটক ছেলের নাম তরিকুল ইসমাইল হৃদয়। সে তার বাবা দেলোয়ার হোসেনকে রড দিয়ে মাথায় আঘাত করে। পরে চিকিৎসাধীন তার বাবার মৃত্যু হয়। 

সোমবার রাত নয়টার দিকে উপজেলার বলাই বাড়ি এলাকায় একটি চায়ের দোকানে হৃদয়কে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

গত সোমবার রাতে বাক বিতণ্ডার এক পর্যায়ে হৃদয় তার বাবা দেলোয়ারকে রড দিয়ে বাড়ি মারলে মাথা মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দেলোয়ারকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত দুইটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দেলোয়ারের। ঘটনার পর থেকে পলাতক ছিল হৃদয়।  

এ ঘটনায় দেলোয়ারের মা কোহিনুর বেগম বাদী হয়ে হৃদয়কে আসামি করে সোমবার রাতে রাজাপুর থানায় একটি মামলা করেছেন।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, বাবা হত্যায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে হৃদয়কে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ