Alexa রংপুরে সাত জেলার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা

রংপুরে সাত জেলার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা

রংপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২৭ ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ১৫:২৮ ১৩ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

আয়কর দিবস উপলক্ষে রংপুর বিভাগের সাত জেলার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেয়া হয়েছে।

রংপুর, লালমনিহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ৫৭ জনকে এ সম্মাননা দেয়া হয়েছে।

বুধবার রংপুর জেলা পরিষদের কমিউনিটি সেন্টারে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের কর-কমিশনার আবুল লতিফ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আরিফা শাহানা, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সরোয়ার টিটু, মহিলা চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন প্রমুখ।

বক্তারা জানান, কর অঞ্চল রংপুরের অধীন সাত জেলায় এক লাখ ৯২ হাজার করদাতা রয়েছেন। তাদের মধ্যে ৫৭ জনকে সর্বোচ্চ করদাতা সম্মাননা দেয়া হয়েছে।

বক্তারা আরো জানান, এবার এ অঞ্চল থেকে ৮৫১ কোটি টাকা কর নির্ধারণ করা হয়েছে। গত বছর আদায় করা হয়েছে ৬৩০ কোটি টাকা। বড়পুকরিয়া কয়লা খনি বন্ধ থাকায় একশ কোটি টাকা কর আদায় করা সম্ভব হয়নি।

ডেইলি বাংলাদেশ/এআর