রংপুরে পাঁচ মাদক ব্যবসায়ী আটক
রংপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:১২ ২৩ ফেব্রুয়ারি ২০২০

ছবি : ডেইলি বাংলাদেশ
রংপুর মেট্রোপলিটন পুলিশ শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর শালবন বোতলাপাড়া থেকে ইয়াবাসহ সেলিম শাহ মুন্না, হারাগাছ ময়না কুটি থেকে রেজাউল ইসলাম রেজা ও রবিউল ইসলামকে আটক করা হয়। এছাড়াও কোতোয়ালি পুলিশ নগরীর পূর্ব বাবুখাঁ থেকে হেরোইনসহ সেলিম ছাটুয়া, সবুজ ও ছোটকাকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
অপরদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত কোতোয়ালি থানায় ৯ জন, তাজহাট থানায় ৪ জন, মাহিগঞ্জ থানায় ৩ জন, হারাগাছ থানায় ২ জন, পরশুরাম থানায় ২ জন, হাজিরহাট থানায় ১ জন এবং গোয়েন্দা পুলিশ ৩ জনকে গ্রেফতার। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ