Alexa যৌন নিপীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

যৌন নিপীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:২৯ ২১ জানুয়ারি ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় মো. ফয়েজ নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার সকালে আসামির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল ১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

সরকারপক্ষের পিপি শেখ আব্দুল হামিদ লাভলু ও এপিপি আনোয়ার পারভেজ জানান, ২০০৯ সালে  সিরাজগঞ্জ সদরের শিবনাথপুর গ্রামে তিন বছরের এক যৌন নিপীড়নের ঘটনা করে। পরে বিষয়টি জানাজানি হলে ফয়েজ সবার সামনে তা স্বীকারও করেন। পরে শিশুটির মা বাদী হয়ে ফয়েজের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশি তদন্ত ও স্বাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার সকালে অভিযুক্ত ফয়েজকে আদালত ১০ বছর কারাদণ্ড প্রদান করে।
 

ডেইলি বাংলাদেশ/আরএম