Alexa যেভাবে দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:১০ ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:৪৪ ১৪ অক্টোবর ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ‘ই’গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। 

এছাড়াও বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের বাকি পাঁচটি ম্যাচ (হোম-অ্যাওয়ে) সবগুলো সম্প্রচারের স্বত্ব পেয়েছে বাংলা টিভি।

যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় ৫ বছর পর দেখা হবে প্রতিবেশী এ দুই দেশের। 

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে রক্ষণভাগ নিয়ে চিন্তায় পড়েছে স্বাগতিক ভারত। চোটের কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান। অবশ্য কেরালা ব্লাস্টার্সের এই তারকাকে ছাড়াই ভারতকে ফেভারিট মানছেন বাংলাদেশ কোচ জেমি ডে। 

অবশ্য ভারতকে ফেভারিট মানলেও নিজ দলের সুযোগ আছে বলেও মনে করেন বাংলাদেশ কোচ। ভারতে পৌঁছে পিটিআই’কে জেমি ডে বলেন, সে (জিঙ্গান) চোট পাওয়ায় আমি কোনো ভিন্নতা দেখতে পাচ্ছি না। ভারত ঘরের মাটিতে খেলবে এবং জয়ের আশা করবে। 

কোচ জেমি ডে আরো বলেন, কাতারের বিপক্ষে লড়াইয়ের আগে আমরা কিছু সময় পেয়েছিলাম প্রস্তুতির  জন্য এবং তা ১৫ অক্টোবরের ম্যাচের জন্যও সাহায়ক হবে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে