Alexa যে কারণে দলে সানি, আল-আমিন! 

যে কারণে দলে সানি, আল-আমিন! 

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩০ ১৯ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যে বছর বাদ পড়েছিলেন, সে বছরেও ছিলেন দলের সর্বোচ্চ উইকেটশিকারী। অথচ রহস্যজনক কারণে বাদ পড়ার পর আল আমিন আর ডাক পাননি স্কোয়াডে। 

আরাফাত সানিও কয় বছর ধরে ব্রাত্য জাতীয় দলে। বহু প্রতীক্ষার পর আচমকা ভারত সফরের স্কোয়াডে ডাক পেয়েছেন দুজন। 

অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিয়েই ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের দলে তাদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

বহু বছর পর হঠাৎ কেন সানি-আল আমিন ভাবনায় এলো নির্বাচকদের এমন প্রশ্ন ছিল সব মহলেই। 

শনিবার সাংবাদিকদের সঙ্গে বিষয়টি খোলাসা করেন প্রধান নির্বাচক। ঘরোয়া ক্রিকেটে বহুদিন ধরেই পারফর্ম করে আসছেন দুজন। এছাড়া এর আগে জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাদের। এসব দিক বিবেচনায় নিয়ে তাদের ডাকা হয়েছে বলে জানান তিনি। 

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, আমাদের অনেকগুলো ফার্স্ট বোলার এখন ইনজুরিতে। এরপর যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন এবং যাদের ফিটনেস ভালো আছে তাদের দলে আনা হয়েছে।

টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজ নিয়েও ভাবছে নির্বাচক প্যানেল। এখানে স্কোয়াড তৈরির ক্ষেত্রেও ফর্মের পাশাপাশি ফিটনেসকেও প্রাধান্য দেয়া হবে বলে জানান নান্নু। জাতীয় লিগের দুই রাউন্ড শেষ হলে অবস্থা বুঝে টেস্ট স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানান তিনি। 

ডেইলি বাংলাদেশ/সালি