যেভাবে এলো ‘দুসরা’ নাম
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৩১ ২২ মে ২০২০

পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মুস্তাক
পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মুস্তাক আবিষ্কার করেছিলেন ‘দুসরা’ নামের বল করার এক পদ্ধতি। যাতে ঘায়েল হতো তখকনার বিশ্বের নামী সব ব্যাটসম্যানরা। কীভাবে এলো দুসরা নামটা ? কে দিয়েছিলেন এ নাম? প্রাক্তন পাক স্পিনার তার ইউটিউব চ্যানেলে ‘দুসরা’র নামকরণের রহস্য ফাঁস করেছেন। সাকলাইন জানিয়েছেন, প্রাক্তন পাক উইকেট কিপার মঈন খান নাম দিয়েছিলেন ‘দুসরা’।
উইকেটের পিছনে দাঁড়িয়ে সাবেক এ অফ স্পিনারকে মঈন খান বলে দিতেন, কখন ‘দুসরা’ করতে হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে খেলার সময়ে মঈন খান উইকেটের পিছন থেকে সাকলাইনকে ‘দুসরা’ দেয়ার পরামর্শ দিতেন। সাকলাইনও সেই মতো ‘দুসরা’ দিতেন।
‘কিন্তু মঈন খান ভারত বা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দুসরা দেয়ার কথা বলতো না। কারণ ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা দুসরা শব্দটার সঙ্গে পরিচিত ছিল’।
পরবর্তীকালে বিশ্বের অন্যান্য অফ স্পিনাররাও দুসরা প্রয়োগ করেন।
ডেইলি বাংলাদেশ/আরএস