Alexa যুবক রতন টাটার ছবি ভাইরাল

যুবক রতন টাটার ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:১৩ ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ১৪:২৬ ৩০ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন রতন টাটা। আর তাতে পোস্ট করছেন বিভিন্ন ছবি। বৃহস্পতিবার পোস্ট করলেন তার যুবক বয়সের কিছু ছবি। ইনস্টাগ্রামে  ৮২ বছরের রতন টাটা যৌবনের ছবি শেয়ার করতেই কমেন্টের হিড়িক পড়ে যায়।

বৃহস্পতিবার পুরনো ছবি পোস্ট করেন অনেকে। সেই ধারা মেনে হ্যাশট্যাগ #ThrowbackThursday করে নিজের ছবি পোস্ট করেছেন টাটা।ক্যাপশনে লিখেছেন, গতকাল ছবিটি পোস্ট করতে গিয়েছিলাম। কিন্তু আমাকে বলা হল, থ্রোব্যাক (অতীত) ছবি বৃহস্পতিবার পোস্ট করতে হয়। এটা লস অ্যাঞ্জেলসে তোলা আমার শেষ ছবি। ভারতে ফেরার ঠিক আগে তুলেছিলাম।”

Young Ratan Tata

ছবিতে দেখা গেছে, সাদা টি-শার্টে শুভ্র রতন টাটা। নেটিজেনরাও ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। একজন লিখেছেন, চিরকাল আপনি হ্যান্ডসাম। কেউ লিখেছেন, আপনাকে গ্রিক গডের মতো লাগছে। কেউ লিখেছেন, ধন্যবাদ, আপনি ভারতে ফিরে এসেছেন। নভেম্বরেও একটা অতীতের ছবি শেয়ার করেছিলেন টাটা। ওই ছবিটিও তুমুল জনপ্রিয় হয়েছিল ইনস্টাগ্রামে।

১৯৬২ সালের শেষে দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন রতন টাটা। মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসের জন্স অ্যান্ড এমন্সের সংস্থায় কাজ করতেন তিনি। এই ছবিটিও তখনকারই। গত ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন রতন টাটা।

ডেইলি বাংলাদেশ/জেএস/