Alexa যুক্তরাষ্ট্রে সবজি কিনতে গিয়ে কোটিপতি!

যুক্তরাষ্ট্রে সবজি কিনতে গিয়ে কোটিপতি!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৩ ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২০:২৭ ৬ ডিসেম্বর ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাজারে সবজি কিনতে গিয়েছিলেন। ফেরার পথে এক সুপারশপে ঢুকেছিলেন। সেখানে লটারির টিকিট বিক্রি হচ্ছিল। সেখান থেকে একটি টিকিট কেনেন। আর তাতেই বাজিমাত!

ভেনেসা ওয়ার্ড নামের ওই নারী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তার বাবাই বাজারে পাঠিয়েছিলেন তাকে। সুপারশপ থেকে কেনা টিকিটটি বাড়িতে এনে স্ক্যাচ করেছিলেন ভেনেসা।

তবে, উইন অ্যা স্পিন’ টিকিটটি সাধারণ লটারির টিকিটের মতো নয়। লটারি জিততে ক্রেতাকে এর টিকিটটি স্ক্র্যাচ বা ঘষে দেখতে হয়। এরপর পুরস্কার জিততে একটি চাকাও ঘোরাতে হয়। ওই চাকাটি যে পুরস্কারের অর্থমূল্যে গিয়ে থামবে, সেই টাকাই জেতেন ক্রেতা।

ভেনেস টিকিট নিয়ে চলে যান লটারি প্রতিষ্ঠানের হেড অফিসে। সেখানে চরকা ঘোরান। তার কাঠি ২ লাখ ২৫ হাজার ডলারে (প্রায় দুই লাখ) গিয়ে থামে। আর তাতেই হয়ে যান কোটিপতি।

ডেইলি বাংলাদেশ/জেডআর