Alexa যুক্তরাষ্ট্রে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় ‘মুহাম্মদ’

যুক্তরাষ্ট্রে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় ‘মুহাম্মদ’

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৭ ৬ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এ বছর শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আর এতে প্রথম বারের মত শীর্ষ দশে স্থান করে নিয়েছে মুসলমানদের প্রিয় ‘মুহাম্মদ’ নামটি। এছাড়া মেয়ে শিশুদের নামের তালিকার শীর্ষ দশেও স্থান পেয়েছে আরেকটি ইসলামী নাম, আলিয়া।

সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বেবি সেন্টার। সংস্থাটি প্রতি বছরই দেশটিতে জন্ম নেয়া ছেলে ও মেয়ে নবজাতক শিশুদের নামের শীর্ষ একশো’র তালিকা প্রকাশ করে থাকে।

মুহাম্মদ নামটি প্রকাশিত এই বার্ষিক তালিকায় সব সময়েই শক্তিশালী অবস্থানে থাকলেও এবারই প্রথম শীর্ষ দশে স্থান করে নিলো। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে এ নামটি তালিকার ১৪ তম স্থানে ছিলো।

চলতি বছর জন্ম নেয়া ছেলে শিশুদের নামের তালিকায় জ্যাকসন নামকে টপকে প্রথম হয়েছে লিয়াম নামটি। এর আগে টানা ছয় বছর জ্যাকসন নামটি প্রথম হয়েছিলো। আর মুহাম্মদ নামটি পেয়েছে দশম স্থান।

মেয়েদের নামের ক্ষেত্রে প্রথম হয়েছে সোফিয়া নামটি। আর আলিয়া হয়েছে দশম।

সূত্র: আল-জাজিরা, দ্য সান

ডেইলি বাংলাদেশ/মাহাদী