Alexa যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের স্টোরে গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের স্টোরে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:৫৯ ১৯ নভেম্বর ২০১৯  

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ওয়ালমার্ট স্টোরে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

ওকলাহোমার ডানক্যানে ওয়ালমার্টের ওই দোকানে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

‘ইউএসএ টুডে’ পত্রিকা ডানক্যান পুলিশ প্রধান ড্যানি ফোর্ডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দোকানের বাইরে একটি গাড়িতে দু’জন গুলিতে নিহত হয়েছেন এবং অপরজন নিহত হয়েছেন একটি পার্কিং এলাকায়।

নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দ্য ডানক্যান ব্যানার পত্রিকা।

এ ঘটনার পর শহরের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে বলে জানানো হয়েছে খবরে।

ডেইলি বাংলাদেশ/আরএ