Alexa যুক্তরাজ্য প্রবাসীর টাকা ফিরিয়ে দিলেন অটোচালক

যুক্তরাজ্য প্রবাসীর টাকা ফিরিয়ে দিলেন অটোচালক

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২৭ ২৮ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটে যুক্তরাজ্যে প্রবাসীর ফেলে যাওয়া মূল্যবান জিনিসপত্রসহ নগদ ৫০ হাজার টাকা ফেরত দিয়েছেন অটোরিকশার চালক আলী হোসেন।

মঙ্গলবার বিকেলে প্রবাসী মো. ফিরোজ মিয়ার হাতে মূল্যবান জিনিসপত্রসহ টাকা ফিরিয়ে দেন তিনি।

জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ফিরোজ মিয়া মঙ্গলবার বিকেলে মহানগরের কুশিঘাট থেকে জিন্দাবাজারের উদ্দেশ্যে একটি অটোরিকশায় উঠেন। এ সময় তিনি অটোরিকশায় মূল্যবান জিনিসপত্রসহ নগদ ৫০ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ ফেলে যান। পরে চালক আলী হোসেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তামাবিল উপ-পরিষদ নেতাদের হাতে টাকাসহ ব্যগটি তুলে দেন।

পরে তামাবিল স্ট্যান্ডে গিয়ে ফেলে যাওয়া ব্যাগের খোঁজ করেন ফিরোজ মিয়া। এ সময় ফেলে যাওয়া টাকাসহ সব মূল্যবান জিনিসপত্র ফিরিয়ে দেন চালক আলী হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিষদের সদস্য দবির, ম্যানেজার সোহেল, চালক কামাল মিয়া ও লুতু মিয়া।

যুক্তরাজ্য প্রবাসী ফিরোজ মিয়া বলেন, অটোরিকশার চালক আলী হোসেন ব্যাগটি পেয়ে ফিরিয়ে দিলেন। এটি এক অনন্য দৃষ্টান্ত। অটোচালকের সততায় আমি মুগ্ধ। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

ডেইলি বাংলাদেশ/এমকেএ