Alexa যশোরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

যশোরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

যশোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৫০ ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ১৩:৫৬ ২২ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সদর নতুন খয়েরতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র মো. মহিদুল ইসলাম লিয়ন ওই এলাকার মো. মাহবুবুর রহমানের ছেলে এবং দাঊদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ওসি মনিরুজ্জামান জানান, সকালে ওই শিক্ষার্থী সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিলো। যশোর-ঝিনাইদহ সড়কের নতুন খয়েরতলার কৃষি গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/জেএস