যশোরে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
যশোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:৫২ ১১ নভেম্বর ২০১৯

ছবি : ডেইলি বাংলাদেশ
যশোরে অস্ত্র মামলায় নবাব আলী নামে এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।
সোমবার জেলা ও দায়রা জজ আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল ১ এর বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত নবাব আলী শার্শা উপজলার বাগাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
২০১৮ সালের ১৫ মার্চ যশোর ডিবি পুলিশ শার্শা উপজেলার কন্যাদাহ বাজারে অভিযান চালায়। সে সময় নবাব আলীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ কন্যাদহ বাজারের আওয়ামী লীগের অফিসের সামনে থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান গুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশর এসআই খাইরুল আলম তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে নবাব আলীকে অভিযুক্ত করে আদালত চার্জশিট দাখিল করে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ