Alexa ময়লার স্তূপে একদিনের শিশু

ময়লার স্তূপে একদিনের শিশু

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৬ ১৯ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

একদিনের শিশুটির থাকার কথা ছিল মায়ের কোলে। কিন্তু সে ময়লার স্তূপে পড়ে ছিল। পরে কান্নার আওয়াজ শুনে তাকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর ওয়েল মিলসের পাশে একটি ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার জানান, ময়লার স্তূপে শিশুটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

তিনি আরো জানান, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে রৌফাবাদ ছোটমণি নিবাসকে বুঝিয়ে দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর