ময়মনসিংহে স্ত্রী-মেয়ের হত্যাকারী শাহিন কিশোরগঞ্জে গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৪৯ ১৬ জানুয়ারি ২০২০ আপডেট: ২২:২৪ ১৬ জানুয়ারি ২০২০

গ্রেফতার শফিকুল ইসলাম শাহিন
ময়মনসিংহে স্ত্রী-মেয়েকে শ্বাসরোধে হত্যায় স্বামী শফিকুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাহিনকে গ্রেফতার করে তাকে ময়মনসিংহে আনা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরো জানান, বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রুমা আক্তার ও ছোট মেয়ে নাফিয়া আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন শাহিন। এ সময় বড় মেয়ে লাবণ্য দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। তখন লাবণ্য’র চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাহিন পালিয়ে যান।
ওসি মাহমুদুল জানান, আহত লাবণ্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর