Alexa ময়মনসিংহে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:১৬ ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৮:৪৩ ৯ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

রোববার রাতে গফরগাঁও পৌরশহরের পুরাতন ব্রহ্মপুত্র সেতুর ওপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইমরান হোসেন ও উজ্জল মিয়া।

আহতরা হলেন- উজ্জল মিয়া, রুবেল মিয়া আসাদ, সোহেল।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, পুরাতন ব্রহ্মপুত্র সেতুর ওপর অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমরান হোসেন নিহত হন। এছাড়া চার অটোযাত্রী আহত হন।

ওসি অনুকূল আরো জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় উজ্জল মারা যান।

ডেইলি বাংলাদেশ/এআর/টিআরএইচ