Alexa ময়মনসিংহে মহিষের গুঁতোয় নিহত ১, আহত তিন

ময়মনসিংহে মহিষের গুঁতোয় নিহত ১, আহত তিন

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:১৩ ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ১০:২০ ১১ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে একটি গরুর হাটে মহিষের গুঁতোয় শামছুল হক (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

রোববার বিকেল ৪টার দিকে ফুলবাড়ীয়া উপজেলার একটি গরুর হাটে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার উত্তর জোরবাড়ীয়া গ্রামের মৃত অহেদ আলী মন্ডলের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- জুলহাস (৫০), মুকুল (৪২) ও সানোয়ার হোসেন (৬৫)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে উপজেলা সদরে মহিষ আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, শফিক ও চানু নামের দুই কসাই গরুর হাটে ওই মহিষটি নিয়ে যায়। হাটে যাওয়ার পরই মহিষটি এদিক-সেদিক ছুটোছুটি করতে থাকে। এ সময় মহিষের আক্রমণে এক ব্যক্তি নিহত ও ৩ জন আহত হন। 

পরে ফায়ার সার্ভিসের একটি টিম মহিষটি ধরতে সক্ষম হয়। ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর