Alexa ময়মনসিংহে ধানক্ষেতে মিলল নবজাতকের মরদেহ

ময়মনসিংহে ধানক্ষেতে মিলল নবজাতকের মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:২৩ ১৭ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে ধানক্ষেত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে ওই উপজেলার কৈচাপুর ইউপির আতকাপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, আতকাপাড়ার বাসিন্দারা ধানক্ষেতে নবজাতকের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, নবজাতকটির বয়স এক-দুইদিন হবে। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে কেউ তাকে ধানক্ষেতে ফেলে গেছে।

ডেইলি বাংলাদেশ/এআর