Alexa ময়মনসিংহে এক রাতে ১০ গরু চুরি

ময়মনসিংহে এক রাতে ১০ গরু চুরি

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৪২ ৮ ডিসেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শনিবার রাতে ১০টি গরু চুরি হয়েছে। 

উপজেলার কালাদহ ইউপির ৩টি গ্রাম থেকে এসব চুরি হয়। 

বিদ্যানন্দ গ্রামের আবদুল হাকিমের তিনটি গাভী চুরি হওয়ায় ৩টি বাছুর নিয়ে বেকায়দায় পড়েছেন তিনি। 

উপজেলার ১০নং কালাদহ, বিদ্যানন্দ, পাটিরা মেইন রোডে সঙ্গে ৩টি বাড়ি থেকে ষাড় ও গাভীসহ ১০টি গরু চুরি হয়। এর মধ্যে কালাদহ থেকে ৫টি ও বিদ্যানন্দ থেকে ৫টি।

স্থানীয় চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, তার আপন চাচা ও ভাতিজার গোয়াল থেকে ৩টি গরু চুরি হয়েছে। গরু চোর ধরতে মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচ