মোরগ লড়াইয়ের মাঠে প্রাণ গেল মালিকের
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৪:১৬ ২৩ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ০৪:৩২ ২৩ ফেব্রুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
পরাজিত মোরগকে ঝুলানোর সময় বেপরোয়া একটি মোরগের আক্রমণে বিজয়ী মোরগের মালিক অসীম মাহাতোর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভারতের পুরুলিয়ার হুড়ার পালগাঁ গ্রাম এ ঘটনা ঘটে।-খবর জি নিউজের।
সংবাদমাধ্যমটি জানায়, প্রতিবারের ন্যায় এবারো পুরুলিয়ার হুড়ার পালগাঁ গ্রামে মোরগের লড়াইয়ের আয়োজন করা হয়। এ লড়াইয়ে অংশ নিতে দূরদূরান্ত থেকে মোরগ নিয়ে হাজির হন মালিকরা। এর মধ্যে ছিলেন ভারতের পুরুলিয়ার হুড়ার রুদরা গ্রামের অসীম মাহাতো। এক পর্যায়ে অসীমের মোরগ লড়াইয়ে প্রতিপক্ষকে পরাজিত করে মেরে ফেলে। নিয়ম অনুযায়ী পরাজিত মোরগকে ঝুলিয়ে রাখতে যান বিজয়ী মোরগের মালিক। মৃত মোরাগটিকে ঝুলানোর সময় আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত করা একটি মোরগ আক্রমণ করে। ওই সময় আক্রমণ করা মোরগের পায়ে বাঁধা ছুরি অসীমের গলায় লেগে কেটে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে পুরুলিয়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ