Alexa মোবারকগঞ্জ চিনিকল শুরুর ১২ ঘন্টা পর আট ঘণ্টা বন্ধ

মোবারকগঞ্জ চিনিকল শুরুর ১২ ঘন্টা পর আট ঘণ্টা বন্ধ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১৫ ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৭:১৭ ৮ ডিসেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

‍উদ্বোধনের ১২ ঘণ্টা পর ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল আট ঘণ্টা বন্ধ থাকার খবর পাওয়া গেছে। শনিবার ভোর ৪ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মিলের আখ মাড়াই বন্ধ থাকে। 

কারখানার শ্রমিকরা জানান, শুক্রবার বিকেলে মাড়াই চালুর পর রাতে অল্প সময়ের জন্য কয়েক দফা থেমে থেমে বন্ধ হয়। তবে শনিবার ভোর ৪ টায় মিলটি পুরো বন্ধ হয়ে পড়ে। মিলের বয়লারের জ্বালানি হিসেবে ব্যবহৃত ভেগাস ও কাঠ সংকট পড়ায় কারখানার স্টিম কমে। এক পর্যায়ে মিলটি বন্ধ হয়ে পড়ে। পরে জ্বালানি ব্যবস্থা করে দুপুর ১ টার দিকে মিলটি আবার চালু হয়। এ জন্য কারখানা ব্যবস্থাপকের অদক্ষতাই দায়ী। 

তবে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির বয়লারের জ্বালানির সংকটের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, বয়লারের জন্য মজুদ ভেগাস ভেজা থাকায় একটু সমস্যা হয়েছে। এ জন্য কয়েক ঘণ্টা মিলের আখ মাড়াই বন্ধ থাকলেও দুপুরে পুনরায় চালু হয়। 

গত মৌসুমে যান্ত্রিক ত্রুটির কারণে বার বার ব্রেক ডাউনে পড়ে চিনিকল ইয়ার্ড বন্ধ থাকে। এতে কৃষকের ক্ষেতে অনেক আখ শুকিয়ে নষ্ট হয়। চলতি মৌসুমের প্রথমেই চিনিকলের মাড়াই বন্ধ হওয়ায় কৃষকদের মাঝে শঙ্কা সৃষ্টি হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ