Alexa মোবাইলের চার্জারে ঘুম থেকে চিরঘুমে যুবক

মোবাইলের চার্জারে ঘুম থেকে চিরঘুমে যুবক

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৪৪ ২ জুন ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাশে মোবাইল চার্জে রেখে ঘুমিয়েছিলেন ২২ বছরের এক যুবক। আর এতেই বিদ্যুতায়িত হয়ে ঘুম থেকে চিরঘুমে চলে গেছেন ওই যুবক। খবর ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের

থাইল্যান্ডের নাখন রাতচ্যাশিমা প্রদেশে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই যুবক তার কক্ষে রাতে একাই ঘুমিয়েছিলেন। সকালের দিকে পরিবারের সদস্যরা ওই যুবকের কক্ষে প্রবেশ করে বিছানার ওপর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। কিন্তু তার ডান হাত মোবাইল চার্জারের তারের ওপর রাখা। তখনও মোবাইলের চার্জার ওয়াল সকেটে লাগানো।

ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের স্বজনরা কক্ষে প্রবেশের প্রায় পাঁচ ঘণ্টা আগেই ওই যুবক মারা গেছেন।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics