Alexa গরুর বদলে নারীদের নিয়ে ভাবুন, মোদিকে মিস কোহিমা

গরুর বদলে নারীদের নিয়ে ভাবুন, মোদিকে মিস কোহিমা

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২৩ ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:৪৪ ১৬ অক্টোবর ২০১৯

সংগৃহীত

সংগৃহীত

সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে ১৮ বছর বয়সী এক প্রতিযোগীর সাহসী উত্তর নজর কেড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলে তাকে কী বার্তা দেবেন? এর জবাবে গরুর বদলে নারীদের কথা ভাবতে অনুরোধ করবেন বলে জানিয়ে দেন ওই সুন্দরী।

জানা যায়, ভিকুওনুয়ো সাচু নামের এক তরুণী ভারতে মিস কোহিমা নামের একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন। নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা-তে ৫ অক্টোবর প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাচু।

এসময় বিচারকরা প্রশ্ন রেখেছিলেন যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেলে তাকে কী বার্তা দেবেন তিনি।

সাচু এর জবাবে বলেন, প্রধানমন্ত্রীকে গরুর বদলে নারীদের নিয়ে ভাবতে অনুরোধ করবেন তিনি। তার এই উত্তরে হাততালি ও হাসির রোল পড়ে দর্শকদের মধ্যে।

এরই মধ্যে সাচুর উত্তরের ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। টুইটারে ছয়  লাখের চেয়ে বেশি বার দেখা হয়েছে এই ভিডিওটি। নাগাল্যান্ড পোস্টের খবর অনুযায়ী প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছেন সাচু।

গত বছরে ভারতে গো-রক্ষার নামে দেশজুড়ে একের পর এক গণপ্রহারের খবর শিরোনামে উঠে আসে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে