Alexa মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই যুবকের

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই যুবকের

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:১৪ ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ২৩:১৬ ১৩ অক্টোবর ২০১৯

কুমিল্লা থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না কবির হোসেন ও মিজান নামের দুই যুবকের। রোববার বিকেলে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির বানিয়াচোঁরে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়ার মিজানুর রহমানের ছেলে কবির হোসেন ও মিজানুর রহমান ওরফে মিজান। তবে নিহত মিজান ও অপর আহতের  বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। 

শাহরাস্তি থানার ওসি মো. শাহআলম এল.এল.বি জানান, কুমিল্লা থেকে নতুন মোটরসাইকেল কিনেন তিন যুবক। সেই মোটরসাইকেলে তিনজন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেলটি শাহারাস্তি এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কবির নিহত হন। এ সময় সঙ্গে থাকা আরো দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আহত মিজান মারা যান। অপর আহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার চিকিৎসা চলছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ