Alexa মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৫৭ ১২ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার চান্দ্রা ইউপির তারাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার তালুকদার উপজেলার আজিমনগর ইউপির তারাইল গ্রামের হাসেম তালুকদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম হোসেন জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের তারাইল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন দেলোয়ার। এ সময় শিবচরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুরে তিনি মারা যান।

ডেইলি বাংলাদেশ/এমআর