Alexa মোজো খেয়ে হাসপাতালে দুই কলেজছাত্র

মোজো খেয়ে হাসপাতালে দুই কলেজছাত্র

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:১৩ ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৪:১৬ ১৩ ডিসেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস মোজো খেয়ে অসুস্থ হয়েছেন দুই কলেজছাত্র। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার চৌমুহনীর পূর্ব বাজারের চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- উপজেলার শরীফপুর ইউপির মুরাদপুর গ্রামের নজির আহমেদের ছেলে নাজিম উদ্দিন ও একলাশপুর ইউপির বাসিন্দা সাজ্জাদ হোসেন হোরণ। আটক কামরুল হাসান ওই হোটেলের ম্যানেজার।

চিকিৎসাধীন নাজিম জানান, মোজো খেয়ে প্রথমে তাদের প্রচণ্ড বমি হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নাজিমকে উপজেলার বেসরকারি লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী বলেন, এ ঘটনায় হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক শেখ আহমেদ ও ম্যানেজার কামরুল হাসানের বিরুদ্ধে নাজিমের মামা সাইফুল ইসলাম থানায় মামলা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর