Alexa মেয়ের মুখে হাসি ফোটাতে এক অভিনব কৌশল বাবার, ভিডিও ভাইরাল

মেয়ের মুখে হাসি ফোটাতে এক অভিনব কৌশল বাবার, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:০৯ ২২ জানুয়ারি ২০২০  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

মেয়ের মুখের হাসি ধরে রাখার চেষ্টায় কমতি রাখতে চান না কোন বাবা। নিজের মেয়েকে রোলার কোষ্টারের অনুভূতি দেওয়ার জন্য এক বাবার মজাদার চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ইন্টারনেটে ভাইরাল হওয়া ৫৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গেছে, ছোট্ট শিশুটিকে তার বাবা একটি টিভির সামনে এসে বসিয়ে মেয়ের ওয়াকার ধরে আস্তে আস্তে ঝাকাচ্ছেন বাবা। যাতে মনে হচ্ছে শিশুটি বাস্তবেই একটি রোলার কোষ্টারে বসে রয়েছে। ছোট্ট শিশুটিকে ঠিক রোলার কোষ্টার শুরু হওয়ার সময়ের অনুভূতি দেওয়ার জন্য এই চেষ্টা করছেন তিনি। আর উত্তেজনায় খিলখিল করে হাসছে শিশুটি।

ন্যান্সিজিজেডএ নামের এক টুইটার ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে ক্যাপশন লেখেন, যখন তোমার যথেষ্ট বয়স হয়নি রোলার কোষ্টারে চড়ার। পুরো বিষয়টি যে নিছক মজার তা বোঝা গিয়েছে ওই ভিডিওটিতে।

ওই ভিডিওটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে। প্রায় সাড়ে তিন মিলিয়ন বার দেখা হয়েছে এবং সাড়ে তিনশ হাজারেরও বেশিবার শেয়ার করা হয়েছে। ভিডিওটি দেখে সবাই আনন্দ পেয়েছেন শিশুটির মত যা কমেন্ট দেখেই বোঝা গেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ