Alexa মেয়ের জন্মদিনে সানি লিওনের ‘আলিশান কাণ্ড’

মেয়ের জন্মদিনে সানি লিওনের ‘আলিশান কাণ্ড’

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৪১ ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:১৯ ১৬ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউডের নায়িকা সানি লিওন। একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। শুধু সিনেমা নয়, নিজের ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরেও আলোচনায় এসেছেন অনেকবার। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়েও ভীষণ ব্যস্ত সময় পার করছেন।

তবে বেশ কয়েকদিন ধরে আলোচনায় না থাকলেও এবার নিজের মেয়ের জন্মদিনের কারণে আলোচনায় আসলেন সানি। সোমবার ছিলো সানির মেয়ে নিশার জন্মদিন। দিনটি উপলক্ষে রীতিমতো আলিশান কাণ্ড করে বসলেন তিনি। 

এদিন সানি নিজের বাসাতেই বড় পার্টির আয়োজন করেছিলেন। মেয়েকে দারুণ করে সাজিয়ে বাসাতেই জন্মদিনের কেক কেটেছেন সানি দম্পত্তি।

সেই জন্মদিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নোয়া ও এশারকে নিয়ে মেয়ে নিশার জন্মদিন পালন করছেন সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। কেক কাটার পর মেয়ের গালে চুমু দেন সানি। জন্মদিন উপলক্ষে অনেক উপহারও কিনে আনেন তিনি।

২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুর থেকে মেয়ে নিশাকে দত্তক নিয়েছিলেন সাবেক এই নীল তারকা। পরে তাদের ঘরে এসেছে জমজ সন্তান নোয়া ও এশা। তিন সন্তানকে ঘিরেই তাদের সুখী পরিবার।

ডেইলি বাংলাদেশ/টিএএস