মেহেরপুরে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
মেহেরপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৪:৪৭ ২১ জানুয়ারি ২০২০ আপডেট: ১৬:৩১ ২১ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে পচা ও বাসি মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে পৌরশহরের বড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযুক্ত শুকুর আলী শহরের চক্রপাড়ার মকবুল হোসেনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল জানান, পচা ও বাসি মাংস বিক্রি হচ্ছে এমন অভিযোগে বড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় শুকুর আলীকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর